জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৭৬ ইং
জন্মস্থান: পিরোজপুর জেলার অন্তর্গত নাজিরপুর উপজেলার উত্তর চালিতাবাড়ী গ্রামে
শিক্ষা জীবন: নিজ এলাকায় ৭ম শ্রেনী পর্যন্ত পড়াশোনা,
নাজিরপুর থানাধীন তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদরাসা, পেনাখালী জামে উলূম মাদরাসা, টুংগীপাড়া থানাধীন জামিয়া ইসলামিয়া বাঁশবাড়িয়া মাদরাসা ও মুজাহিদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. প্রতিষ্ঠিত খাদেমুল ইসলাম গওহর ডাঙ্গা মাদরাসায় পড়াশোনা । অতঃপর ১৪১৯-২০ হিজরী সনে দাওরায়ে হাদীস (তাকমীল) জামাতে জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকাতে ভর্তি ।
১৯৯৯-২০০২ইং পর্যন্ত দাওরায়ে হাদীস ও তাখাছ্ছুছ ফিল ফিকহিল ইসলামী (ইফতা জামাতে) ১ম বিভাগে উত্তীর্ণ । পরবর্তীতে ১৯১৭ ইং সালে সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া এর অধিনে পুনঃরায় দাওরায়ে হাদীস (মাস্টার্স ইসলামিক স্টাডিজ ও আরবী সাহিত্য) পরীক্ষায় ১ম বিভাগে উত্তীর্ণ ।
বুখারী শরিফের সনদ লাভঃ আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহ.- প্রিন্সিপাল ও শায়খুল হাদীস, জামিয়া কোরআনিয়া আরাবিয়া লালবাগ ঢাকা। আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী রহ.- সহকারী মহাপরিচালক ও শায়খুল হাদীস, হাটহাজারী মাদরাসা, চট্টগ্রাম। আল্লামা সালেম কাসেমী রহ.- মুহতামিম ও শায়খুল হাদীস, ওয়াক্বফ দেওবন্দ, ভারত।
কর্ম জীবনঃ
জামিয়া ইমদাদিয়া তুরাগ, ঢাকা-এ ২০০৫ থেকে ২0২২ ইং পর্যন্ত পর্যায়ক্রমে ভাইস-প্রিন্সিপাল, প্রিন্সিপাল, ও শাইখুল হাদীস পদে দায়িত্ব পালন করি।
বর্তমানে আমি আমার প্রতিষ্ঠিত জামিয়া ইমাম বুখারী উত্তরা ঢাকা-এ ২০১৫ইং হতে এবং ইমাম বুখারী মাদরাসা, নাজিরপুর, পিরোজপুর-এ ২০০৩ইং হতে মুহতামিমের দায়িত্ব পালন করছি। পাশাপাশি পিরোজপুর তালিমুল কুরআন মাদরাসা (কে-নগর, ইয়াসিনখার পোল) এর মুহতামিম পদে আছি।
মসজিদ:
মুফতি ওয়াহিদুল আলম দা.বা. ২০০১ হতে ২০০৫ইং পর্যন্ত ঢাকা এ্যলিফ্যান্ট রোডাস্থ গাউছিয়া মার্কেট জামে মসজিদের খতিব ছিলেন।
তিনি ২০০৫ইং থেকে ২০০৭ ইং পর্যন্ত ঢাকা খিলগাঁও, বি ব্লক (র্যাব-৩) চাঁদ মসজিদের খতিব ছিলেন।
তিনি জানুযারি ২০০৮ইং থেকে অদ্যবধি ঢাকা, উত্তরা ৩নং সেক্টরস্ত ঐতিহ্যবাহী মসজিদ আল মাগফিরাহ, এর খতিবের দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি আগাস্ট ২০২৩ ইং থেকে উত্তরা ১৪ নং সেক্টরস্ত বাইতুল মামুর মসজিদেরও খতিবের দায়িত্ব পালন রত ।
শাহাদাহ হল একটি ইসলামী ধর্ম, ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এবং আযানের অংশ। এতে লেখা আছে: "আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহর রসূল।"
Each Muslim should pray five times a day: in the morning, at noon, in the afternoon, after sunset, and early at night. These prayers can be said anywhere, prayers that are said in company of others are better than those said alone.
Each Muslim should pray five times a day: in the morning, at noon, in the afternoon, after sunset, and early at night. These prayers can be said anywhere, prayers that are said in company of others are better than those said alone.
Each Muslim should pray five times a day: in the morning, at noon, in the afternoon, after sunset, and early at night. These prayers can be said anywhere, prayers that are said in company of others are better than those said alone.
Each Muslim should pray five times a day: in the morning, at noon, in the afternoon, after sunset, and early at night. These prayers can be said anywhere, prayers that are said in company of others are better than those said alone.